Type to search

সারাদেশ

কোভিড-১৯: রাজশাহী মেডিকেলে আরও ১৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড-১৯ ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা  মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, মৃত ১৫ জনের মধ্যে ৭জনের করোনা পজিটিভ ছিল। আর ৮জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

করোনা পজিটিভে মারা যাওয়া ৭জনের মধ্যে রাজশাহীর ৪জন, চাঁপাইনবাবগঞ্জের ২ এবং নাটোরের ১জন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া ৮জনের মধ্যে রাজশাহীর ৪জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৪জন রোগী রয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে মোট ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ভর্তি হয়েছেন।

Translate »