কুমিল্লায় জাল ভোট ও বিঘ্ন সৃষ্টি করায় ৬ জনকে কারাদণ্ড, গ্রেপ্তার ৫
জেলা প্রতিনিধিঃ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও বিঘ্ন সৃষ্টির চেষ্টার দায়ে ৬ জনকে সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ৩ মাসের সাজা দেওয়া হয়। অপর ৫ জনকে তিন থেকে এক সপ্তাহ করে সাজা দেওয়া হয়।
কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান এই খবর নিশ্চিত করে বলেন, ৬ জনকে সাজা দেওয়া হয়েছে।
অন্যদিকে নির্বাচনে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ৫ বহিরাগতকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়।
এই সময় ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী এক লাখ ১৭ হাজার ৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২জন।
কুসিকের এটি ৩য় নির্বাচন। এবারই কুমিল্লায় প্রথম ইভিএমে ভোট হচ্ছে। এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটির ২য় নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ মার্চ।
এবিসিবি/এমআই