কুমিল্লার দাউদকান্দিতে বাসে অগ্নিকাণ্ডে নিহত ২, আহত ২১
জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টা দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের একটি বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ হয়ে ও বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২১ জন আহত হন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের ১৪ জনকে। সেখানে গুরুতর দগ্ধদের মধ্যে রয়েছেন- মামুন, গোলাম হোসেন, মুন্সি উদ্দিন, হালিমা খাতুন, ফারুক, বিশ্বনাথ, বিপ্লব ও সামছুন নাহার। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বাকিরা।
দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীরা পড়েন দুর্ভোগ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের এডিশনাল এসপি মোল্লা মো. শাহীন জানান, বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে পাঠানো হয়েছে ঢাকায়। ২ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।