Type to search

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরের হাতে শিক্ষক খুন

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনে মামা‌কে ছুরিকাঘাতে হত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান (৩০) নারা‌ন্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে। পোড়াবা‌ড়িয়া দা‌খিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক তিনি। অপরদিকে ঘাতক জাহিদুল ইসলাম (১৭) কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকা শাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মহসিনের পরিবারের সাথে মামা রায়হান উদ্দিনের পরিবারের অনেকদিন ধ‌রে বি‌রোধ চলছিল।  গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়হান উদ্দিনকে বাড়ির সামনে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মহ‌সিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে ডাক্তার তা‌কে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে।

এবিসিবি/এমআই

Translate »