Type to search

সারাদেশ

কর্ণফুলীতে জাহাজডুবি: ৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে কর্ণফুলী নদীর ইছানগরের সি রিসোর্স ঘাট এলাকায়  ‘এফভি মাগফেরাত’ জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ৭ জনের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন, এফবি মাগফেরাত জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, ডক কর্মচারী রহমত আলী। বেলা সাড়ে ৩টায় সর্বশেষ একজনের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ফিশিং মাস্টার জহিরুল ইসলামের বলে দাবি করেছেন তার পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে ৩টা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে এই ৫ জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি জানান, মরদেহগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাজের ডুবুরি মো. ফয়সাল।

গত মঙ্গলবার রাত দেড়টায় দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সি রিসোর্স ডকইয়ার্ড ঘাটে জাহাজটি মেরামত কাজ করতে উঠার সময় পাখা খুলে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। জাহাজডুবির ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।।

সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, কর্ণফুলীতে ফিশিং জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ৭ জনের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

এবিসিবি/এমআই

Translate »