এক ঘণ্টার মেয়র হলো স্কুলছাত্রী
পটুয়াখালী সংবাদদাতা : এক ঘন্টার জন্য পটুয়াখালী পৌর মেয়রের দায়িত্ব পালন করেছে জান্নাতুল (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১১টায় পটুয়াখালী পৌরসভার কার্যালয়ে মেয়র মো. মহিউদ্দিন আহমেদের কাছ থেকে প্রতীকীভাবে পৌরসভার দায়িত্ব নেয় জান্নাতুল। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
জান্নাতুল খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় তাকে এক ঘণ্টার এ দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নিয়ে জান্নাতুল দুস্থ নারী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে এবং নারীবান্ধব পটুয়াখালী গড়ে তুলতে নানা সুপারিশমালা তুলে ধরে। এ সময় সাবেক মেয়র মো. মহিউদ্দিন আহমেদও ঘোষণা দেন জান্নাতুলের স্বপ্ন বাস্তবায়নের। পৌরসভার সব শাখায় নারীরদের কাজের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।
জান্নাতুল বলে, আজকের এই প্রতীকী দায়িত্ব পালনের মাধ্যমে আমি একজন কন্যা শিশু হয়েও পটুয়াখালী পৌরসভার মত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পুরণে অঙ্গীকারাবদ্ধ হয়েছি।
পটুয়াখালী পৌরসভাকে নারী ও শিশুর জন্য নিরাপদ ও যৌন হয়রানী-নির্যাতন এবং বৈষম্যহীন শ্রেষ্ঠ শহর গড়ে তুলতে কয়েকটি প্রস্তাব উপস্থান করে নতুন এই মেয়র। যৌন হয়রানি ও শিশু বিবাহ মুক্ত পৌরসভা নিশ্চিত করাসহ নারী ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণে দর্শনীয় স্থানের গুরুত্বপূর্ণ পয়েন্ট, নির্জন স্থানে দ্রুত সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানায় সে। নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনা করে পরিবেশ সংরক্ষণে খাল, পুকুর ও জলাধার রক্ষা করা এবং সেসব স্থানে নারী ও শিশুদের অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করার কথাও বলে সে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন বা উত্ত্যক্ত প্রতিরোধের জন্য পৌরসভায় অভিযোগ বক্স বসানোর সুপারিশও করে সে।
জান্নাতুলের কাছে নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সে বলে, আমি আমার কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবো।
গোলটেবিলে মো. মহিউদ্দিন আহমেদ বলেন, নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এভাবে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুদের আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালনের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এজন্য পরিবার ও সমাজকেই দায়িত্ব নিতে হবে। সে এক ঘণ্টার মধ্যে যে সকল প্রস্তাবনা দিয়েছে তা সত্যি বিরল। তার মতো কাজ করতে পারলে পটুয়াখালী পৌরসভা হবে একটি নারীবান্ধব পৌরসভা।