অস্ত্রের মুখে ২০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল মিয়ানমারের নৌবাহিনী

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে মাছ ধরার সময় ৪ নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। জেলেদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তারা উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. আরিফুল ইসলাম।
নৌকার মালিকদের বরাত দিয়ে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন বলেন, বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় টেকনাফ উপজেলা শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের কবির মাঝির ছেলে আমির হোসেন, মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমেদের ছেলে অলি আহমদ ও আমির হোসেনের ছেলে আমিরুল ইসলামের মালিকানাধীন ৪ নৌকায় ২০ জেলে মাছ ধরতে যায়। পরে ৪ নৌকাসহ ২০ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যান মিয়ানমারের নৌবাহিনী।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন লোকজনের মুখে শুনেছি। কিন্তু কেউ আমাদের কাছে আসেনি। এখন এক নৌকার মালিকের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়। তারা যে সিদ্ধান্ত দেবেন আমরা সেটা করব।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর নাফ নদীর মোহনা ও বঙ্গোপসাগর থেকে ৯ বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে যায় মিয়ানমার। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ২৩ দিনের মধ্য পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।