Type to search

সারাদেশ

৭ নম্বর বিপদ সংকেত: মোংলা বন্দরে ঢুকতে পারেনি পাঁচ বিদেশি জাহাজ

জেলা প্রতিনিধিঃ ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

এই বিপদ সংকেতের পর মোংলা বন্দরে পণ্য ওঠা-নামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঝড়ের কারণে গাড়িসহ ৫টি বাণিজ্যিক জাহাজ এই বন্দরে ঢুকতে পারেনি। এছাড়া পণ্য খালাস শেষ হওয়ার পরও ৩টি জাহাজ বন্দর ত্যাগ করতে পারেনি। এতে চরম আতঙ্কে রয়েছে মোংলাসহ সুন্দরবন অঞ্চলের জনগণ।

মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তত রাখা হয়েছে। তবে সেখানে জোয়ারের উচ্চতা ছাপিয়ে মোংলা ও পশুর নদীতে পানি বেড়েছে ৫ থেকে ৭ ফুট।

উপজেলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, শক্তি বাড়িয়ে গভীর নিন্মচাপ‌টি আজ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সাথে ভারী বৃষ্টিও শুরু হয়েছে। পরিস্থিতি বুঝে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার হয়, তাহলে এটি সাইক্লোনে রূপ নেবে। আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টেবার) ভোরের দিকে সিত্রাং বাংলাদেশ অতিক্রম করবে।

এবিসিবি/এমআই

Translate »