Type to search

সারাদেশ

হারানো মোবাইল ও টাকা মালিকদের ফিরিয়ে দিলেন সাতক্ষীরা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ দেশে প্রথম সাতক্ষীরা জেলা পুলিশ হারানো মোবাইল খুঁজে মালিকের কাছে পৌছে দেওয়ার উদ্যোগ নেয়। এ উদ্যোগ দেখে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা পুলিশ এ কার্যক্রম শুরু করেছে।
আজ বুধবার (১৬ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেটে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর কালে এসব কথা জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার(এসপি) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, জেলা পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। মানুষকে সতর্ক করতে জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। আইন অনুসারে মোবাই ফোন উদ্ধার করতে গেলে তার মালিক কে মামলা করতে হবে। পুলিশ মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনটি কোর্টে প্রেরণ করবে। মালিক কোর্ট থেকে মোবাইল ফোনটি ফিরিয়ে নেবে। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ফোন ফিরে পেতে অনেক সময়ের লাগে। তাই সতর্কতার জন্য জেলা পুলিশ এমন উদ্যোগ নিয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি ফেসবুকে প্রতারণা, বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে উদ্ধার হওয়া ৫৫টি মোবাইল ও ৫১ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান ইকবাল হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমানসহ মোবাইল মালিকরা।
এবিসিবি/এমআই
Translate »