Type to search

সারাদেশ

হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৩০

জেলা প্রতিনিধিঃ সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস উল্টে চারজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতীহীন একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনসহ মোট চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তবে এ সড়ক দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট দেখা দেওয়ায় তিনি ব্যস্ত রয়েছেন জানিয়ে মোবাইল বন্ধ করে দেন।

এবিসিবি/এমআই
Translate »