Type to search

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মীননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহনগর এলাকার ছোর রহমানের পুত্র আব্দুল মান্নান (৩০) একই গ্রামের রশিদ মিয়ার পুত্র মাসুক মিয়া (২৮) ও ফরিদ গাজীর পুত্র মোঃ নুরুল মিয়া (২৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মান্নান, মাসুক মিয়া ও নুরুল মিয়া মাধবপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মীননগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন. ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে  ট্রাকটি আটকের চেষ্টা চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

Translate »