Type to search

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৮ যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও একই পরিবারের ৩ জনসহ আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় উপজেলার বাজারস্থ শাহ মুশকিল আহসান (র.) মাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, নবীগঞ্জ থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

অটোরিকশার ৭ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পরিচয় পাওয়া গেছে ৬ জনের।

তারা হচ্ছেন- মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল এলাকার নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর এলাকার কিতাব আলী (৩০), অজ্ঞাত পুরুষ (২৬)।

পুলিশ ও এলাকাবাসী জানা গেছে, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস ফুলতলী বাজারে পৌছলে স্থানীয় আউশকান্দি থেকে পানিউমদাগামী ২টি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। অটোরিকশা ২টি বাসের নিচে পিষ্ট হয়। অটোরিকশাসহ বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহীরা মৃত্যৃবরণ করেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে। মৃত্যুদের সবার পরিচয় জানা যায়নি।

Translate »