Type to search

সারাদেশ

সীমান্তে থেমে নেই ভারতীয় বিএসএফের গুলি, এক বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫ এর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাখালের নাম সুমন আলী (৪০)। তিনি একই উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকার কালু দালালের ছেলে।

মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সমীর হোসেন বলেন, সুমনসহ আরও ১০ জন সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতের দৌলতপুর ও সভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের গুলি করে। এসময় আন্তর্জাতিক পিলার ৪/৫ এর সংলগ্ন এলাকায় সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের মরদেহ উদ্ধার করে তাকে গোপনে দাফন করে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি, তবে তাদের হতাহতের খবর পাইনি। তবে সন্ধ্যার দিকে গুলির শব্দ পাওয়া গেছে।

Translate »