সীমান্তে থেমে নেই বিএসএফের গুলি, বাংলাদেশির মৃত্যু
জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খাইরুল ইসলাম হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে। গরু ব্যবসায়ী ছিলেন তিনি।
জানা যায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল গুলি করে তাকে। পরে খাইরুলের পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার খাইরুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে থাকা গুলিবিদ্ধ লাশের সংবাদ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। কিন্তু স্থানীয়ভাবে এবিষয়টি নিয়ে কেউ তাদের অবহিত করেনি।