সিলেটে বাড়ছে পানিবাহিত রোগ
জেলা প্রতিনিধিঃ সিলেটে পানিবাহিত রোগব্যাধির সংক্রমণ বাড়ছে। বিশেষ করে ডায়রিয়ার প্রকোপ ক্রমেই বাড়ছে। এখন অবধি সাড়ে চারশত মানুষ ডায়রিয়ার শনাক্ত হয়েছেন।
বন্যা কবলিত এলাকাগুলোয় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা বাড়ছে। তবে তারা বলছেন, রোগের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, এখন অবধি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। এ ছাড়া কযেকজন চর্মরোগেও ভুগছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানান, বন্যার কারণে বেড়েছে পানিবাহিত রোগ। পাশাপাশি ভুগছেন চর্ম ও শ্বাসতন্ত্রের সংক্রমণ রোগে কয়েকজন। রোগীর সংখ্যা গোয়াইনঘাট উপজেলায় বেশি।
এবিসিবি/এমআই