সিলেটে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সাতগাঁও গ্রামের স্বপন কুমার তার স্ত্রী লাভলী রানী সরকার, তাদের ৮ ও ১০ বছরের ২ ছেলে ও প্রাইভেটকার চালক। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ১৩ বছরের এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু ও আহতদের সবাই প্রাইভেটকার যাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগরের লামা তাজপুরের তানপুর এলাকায় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে বাসের নিচে ঢুকে যায় প্রাইভেটকারটি এবং ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রীর মৃত্যু ও একজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে প্রাইভেটকার বের করে। আহত যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।