সিলেটে ইজিবাইককে নিয়ে খাদে পড়ল বাস, ৫ জনের মৃত্যু
জেলা প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে (টমটম) চাপা দিয়ে খাদে ফেলে দিয়েছে। ওই সমায় বাসটিও খাদে পড়ে যায়। বাসের চাপায় খাদে পড়ে টমটমের পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছন অনেকে। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের খুর্শেদ আলমের ছেলে মোর্শেদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজম্মিল আলীর ছেলে হাজী নুর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের দিঘীরপাড় এলাকায় মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫) ও একই গ্রামের গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০)। নিহতরা সবাই টমটমের যাত্রী ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানিয়েছেন, খবর পেয়ে তিনিও সেখানে যান। জানতে পারেন একটি বাস টমটমকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে নিজেও পড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন বলে তিনি শুনেছেন।
তামাবিল হাইওয়ে থানার ওসি আবুল কাশেম জানান, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছেন।
তবে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, হতাহতরা স্থানীয় হওয়ায় শতশত লোক সেখানে ভিড় করে। আতদের মধ্যে কয়েকজনকে সিলেটে ও বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
বাসের পেছনের একটি গাড়ির যাত্রী স্থানীয় বাসিন্দা আব্দুল হাই আল হাদি সমকালকে জানান, সিলেট থেকে তামাবিলগামী বাসটি রং সাইডে গিয়ে টমটমকে চাপা দেয়। তারপর টমটম ও বাস খাদে পড়ে যায়। তখন অন্ধকার ছিল। বৃষ্টিও পড়ছিল। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানকালে সমস্যা হয়। তিনি জানান, টমটমে আটজন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ জন মারা গেছেন।
এবিসিবি/এমআই