Type to search

সারাদেশ

সাতক্ষীরা শহরের ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলায় বালিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র জয় (২০) এবং তার বন্ধু শিবতলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর পুত্র তানজিমুল হাসান শিহাব (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ও শিহাব দুই বন্ধু মোটরসাইকেল যোগে বিকালে কলারোয়া উপজেলা থেকে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা সদর থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের (খুলনা মেট্টো-ট-১১-২২০৫) সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Translate »