Type to search

সারাদেশ

সাতক্ষীরা মেডিকেলে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু, শনাক্ত ৩

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় দিন দিন কোভিড-১৯ আক্রান্তের রোগীর মৃত্যুর মিছিল বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল করোনায় আরো ২ জনের মৃত্যু ও নতুন আরো ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
জানাগেছে, গত ৮ এপ্রিল করোনা শনাক্ত হয়ে সামেকে ভর্তি হয় শহরের পলাশপোল এলাকার মোশারাফ হোসেন (৮৬) চিকিৎসাধীন অবস্থায় রাত্রে মারা গেছেন।
অপরদিকে যশোর জেলার ঝিকরগাছা থানার খেরশ এলাকার কামাল হোসেনের স্ত্রী লিপি খাতুন করোনায় শনাক্ত হয়ে গতকাল সকাল সামেকে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।
নতুন শনাক্তরা হলেন, সাতক্ষীরার মাছখোলা এলাকার ফাহাদ ইসলাম, পারকুখরালী এলাকার ফরিদা খাতুন ও দেবহাটা উপজেলার মাকরাখালী এলাকার মোঃ বেলায়েত হোসেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা: মোঃ হুসাইন শাফায়াত এসব তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।
Translate »