Type to search

সারাদেশ

সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ মারা গেছেন

মনিরুল ইসলাম,  জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ (৭২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ ফেব্রুয়ারী)  রাত ১১টার সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জেলা আওয়ামী সভাপতি মুনসুর আহমেদের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও রুহের মাগফেরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) জেলা আওয়ামী সভাপতি মুনসুর আহমেদের মরদেহ বেলা ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে রাখা হবে। এবং জোহর বাদ তার জানাযা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে।
Translate »