সাতক্ষীরা করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ৫ মৃত্যু
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরে ৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯৫ জনের। করোনায় মৃত্যু হয়েছে ৮৮ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, করোনার তুলনায় উপসর্গে মৃত্যুর সংখ্যা প্রায় ৮ গুণ বেশি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩২টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপসর্গে নিয়ে মৃত্যু আগের চেয়ে অনেক কমেছে। তবে মাঝে মাঝে বাড়ে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরে উপসর্গে মারা গেল ৬৪ জন।
তিনি জানান, আজ শুক্রবার সকালে রোগী ভর্তি ছিল ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২ জন এবং হাসপাতাল ছেড়েছেন ৩ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সাফায়াত হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ৩২টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার তিন দশমিক ১২ শতাংশ।