Type to search

সারাদেশ

সাতক্ষীরায় শীতের রাতে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি রবি

 জেলা প্রতিধিনিঃ সাতক্ষীরায় শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীতে বিপর্যয়ে সৃষ্টি হয়েছে জনজীবন। শীতে  সদরের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, প্রতিবন্ধী, ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে গায়ে গরম কাপড় পরিয়ে দিলেন বারবার নির্বাচিত জননন্দিত নেতা জনগণের বন্ধু এমপি রবি। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই রাতে ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন তিনি।
সদরের মুনজিতপুর, লাবসা চম্পা মায়ের দরগা ও কদমতলাসহ পথে-ঘাটে ঘুমন্ত বা শীতে কাঁপা বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সীদের গায়ে গরম কাপড় পরিয়ে দেন তিনি। শীতের রাতে এমপি রবির গরম কাপড়ের পরশ পেয়ে খুশি হন অসহায় শীতার্তরা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন।
কম্বল বিতরণকালে এমপি রবি জানান, সমাজের অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।
এবিসিবি/এমআই
Translate »