সাতক্ষীরায় মৌ: আ: লতিফ কলেজে আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন

মনিরুল ইসলাস, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বন্যা প্রবন ও নদী ভাঙ্গন অঞ্চলে আশ্রয় কেন্দ্র নির্মান র্শীষক প্রকল্পের আওতায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের পিতার নামকরনে প্রতিষ্ঠিত মৌলভী আব্দুল লতিফ কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহশীন আলী, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন বলেন, সর্বজন শ্রদ্ধেয় মৌলভী আব্দুল লতিফ আমাদের মাঝে আর নেই। কিন্তু তার নামে প্রতিষ্ঠিত ‘মৌলভী আব্দুল লতিফ কলেজের নাম মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। আশাশুনির পল্লীতে সুন্দর পরিবেশে গড়ে ওঠা কলেজটি এলাকার শিক্ষা বিস্তারে মাইল ফলক হিসাবে এগিয়ে যাবে আমাদের সেই প্রত্যাশা।