Type to search

সারাদেশ

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় গলাকাটা লাশ উদ্ধার

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে অজ্ঞাত ১ ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৩১ আগস্ট) সকাল ৮ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স ম কাইউম বলেন, আজ সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান।
তিনি আরো বলেন, থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »