সাতক্ষীরার তালায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে তালা উপজেলা মাগুরা ইউনিয়নের পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এর নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) নতুন এ ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোস সনৎ কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক রথীন্দ্র সরকার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাছরুবা খাতুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার তপন দেনাথ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শচীন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্লা, পারমাদরা মাধ্যমিক কিবদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ গাইন, পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী রায়সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ৭৮ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ২য় তলা নতুন এ ভবন এর নির্মান কাজ বাস্তবায়ন করেছে।