Type to search

সারাদেশ

সাতক্ষীরার তালতলায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ  ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার সাতক্ষীরার দিকে আসছিল। পথে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে  সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নারীসহ প্রাইভেটকারের ২ যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই প্রাইভেটকারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিসিবি/এমআই

Translate »