Type to search

সারাদেশ

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১ মে) সকালে উপজেলার কাজীরহাট ও কলাটুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় আব্দুস সালামের ছেলে তৈয়ব হোসেন (৫৮) ও রাজশাহীর দুর্গাপুর উপজেলার হরিনগর গ্রামের শওকত উল্লাহর ছেলে মাহমুদ কলি (৪০)।

জানা গেছে, কাপড় ব্যবসায়ী তৈয়ব হাসান নিকটাত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বাগআঁচড়া যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কাজীরহাট নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল চালানো অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে নিহত মাহমুদ কলি আজ সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। শাকদহ-কলাটুপি সড়কের কলাটুপি নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।

কলারোয়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, দু’টি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিসিবি/এমআই

Download Now
0 Downloads
Translate »