শেরপুরে বন্যায় মৃত বেড়ে ১০ জন

জেলা প্রতিনিধিঃ শেরপুরে বন্যার পানিতে ভেসে গিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ৫ দিনে বন্যায় এ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
মৃত রহিম (৫) জেলার নকলা উপজেলার টালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে খেলার সময় রহিম নিখোঁজ হয়। পরে রাতে পাশের পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে, জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।