Type to search

শিক্ষা সারাদেশ

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় ট্রাকচালক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহতের ঘটনায় ট্রাকচালক টিটু মিয়াকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ এসব তথ্য করেছেন।

তারা বলেন, আটক ব্যক্তিকে প্রথমে কাশিয়াডাঙ্গা থানায় নেওয়া হলেও পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বিকাল ৩টায় নগরীর শাহ্ মখদুম থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ে চলমান নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকচাপায় মৃত্যু হয় চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ৬টি ট্রাকে আগুন দেয়। নির্মাণাধীন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক  ও উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। গভীর রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী ডাবলু সরকারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে, আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা শেষে হিমেলের মরদেহ নাটোরের এলাকার বাড়িতে পাঠানো হয়। এর আগে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে হিমেলের ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেওয়া হয়।

এবিসিবি/এমআই

Translate »