Type to search

সারাদেশ

রাজশাহীতে বজ্রপাতে নিহত ৪

জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে বজ্রপাতে ৪জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে ঝড়-বৃষ্টির সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে বাগমারায় ৩ জন ও বাঘায় ১জন।

বাগমারায় নিহত ৩জনের মধ্যে ২জনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলায়।

নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই এলাকার মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (৩৩), বাগমারার হাজড়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘার বাউসা ইউনিয়নের চকরপাড়া এলাকার জহুরুল ইসলাম বাবু (৩২)।

বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, দুর্গাপুরের বাবু ও রনিসহ ৪জন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভাল সুলতানপুর তালতালি নদীর পাড়ের একটি আমগাছে আম পাড়ছিল। বিকেল ৪টার দিকে বজ্রপাতে ৪জন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর একটি ক্লিনিকে নিয়ে যায় তাদের। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে বাবু ও রনিকে মৃত ঘোষণা করে। বাকি ২জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এক ব্যক্তির বাগান কিনে আম পাড়তে গিয়েছিল তারা।

ওসি জানান, উপজেলার হাজড়াপুকুর গ্রামের ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ও হাবিবুর নামের ২জন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারা নিজামকে মৃত ঘোষণা করে।

অপরদিকে, বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Translate »