Type to search

Lead Story সারাদেশ

রাজবাড়ীর কালুখালিতে ত্রিমুখী সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১০

জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালি এলাকায় প্রাইভেটকার, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের অটোরিকশাচালক মো. নাসির (৩৫), নয়ন (৯), ইউসুফ (৬), মর্জিনা (৪০), শিলা (২০), মরিয়ম (৪০) ও মশিরন বিবি (৬০)। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাস্থলেই ৩জন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর পথে আরও ৪ জন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চলমান রেখেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »