রাজধানীর আরমানিটোলায় অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৫

জেলা প্রতিনিধিঃ রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ৬তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী চিকিৎসক সামন্ত লাল সেন। তিনি বলেন, সাফায়েতের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিলো। তবে শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয়েছিলো তার।
তিনি আরও বলেন, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও চিকিৎসাধীন আছেন ১৯ জন। এদের মধ্যে ৩জন আইসিইউতে আছেন।
এর আগে শুক্রবার অগ্নিকাণ্ডে ৪জনের মৃত্যু হয়। তারা হলেন-ইডেন মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার (২২), ওই ভবনের নিরাপত্তাকর্মী ওয়ালীউল্ল্যাহ ও কবির হোসেন এবং রাসেল হোসেন।
গত শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ৬তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।