Type to search

সারাদেশ

রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রংপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষ হয়েছে বিএনপি-পুলিশের। এ ঘটনায় ৩ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শাপলা চত্বর থেকে বিএনপি নেতাকর্মীর একটি মিছিল গ্র্যান্ড হোটেল মোড়ের কার্যালয়ের দিকে আসতে শুরু করে। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু জানান, পুলিশের লাঠিপেটায় ১৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় পুলিশের এএসআই মোমেন, নায়েক মানিক হোসেন, কনস্টেবল মিঠুন চন্দ্রসহ অন্তত ২৫ জন আহত হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিসিবি/এমআই

Translate »