রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় ৫ জনের মৃত্যু, আহত ২
জেলা প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যে সাড়ে ৬টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানের নেংটিছেড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তারাগঞ্চ হাট থেকে ফেরা অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে নিহতরা হলেন, উপজেলায় শেরমোস্ত বানিয়াপাড়া এলাকার বাসিন্দা আহাজার আলী (৪৮) শেরমোস্ত বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ (৪৫), একই এলাকার মাহির (৪২) ও সৈয়দপুর উপজেলার হাতিখানা এলাকার মোহাম্মদ আলী (৫৫)। এবং তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শেরমোস্ত পাতিলপাড়ার খালেমুল ইসলাম (৪০) মারা যান।
আহতরা ২ জন হলেন, আটোচালক শহীদ (৪০), ও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু খাদেমুলের ৮ বছরের ছেলে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় পাঁচজনের নিহত হওয়ার খবরটি সত্যতা নিশ্চিত করেছেন।
এবিসিবি/এমআই