যশোরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, স্বামী শ্বশুর- শাশুড়িসহ চারজন পুলিশ হেফাজতে

জেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে নওয়াল জামান বরিশা(১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অভিযোগ উঠেছে, বারিশাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর গলায় দড়ি দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখে এলাকায় আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বারিশার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৪ জনকে হেফাজতে নিয়েছে।
মারা যাওয়া নওয়াল জামান বরিশা (১৯) যশোর সদর উপজেলার ফতেপুর এলাকার কলেজ শিক্ষক সবুজ হোসেনের মেয়ে ও একই গ্রামের আজমত ফকিরের ছেলে মাদ্রাসাছাত্র আরশিল কবিরের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এক বছর আগে ভালোবেসে বিয়ে করেন আরশিল কবির ও স্কুলছাত্রী নওয়াল জামান বরিশা। কিন্তু অপ্রাপ্ত বয়সসহ বিভিন্ন কারণে এ বিয়েতে বরিশার বাবা-মায়ের মত ছিল না। এ কারণে মেয়েকে উদ্ধারের জন্য তারা থানায় অভিযোগ করেন।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী আরশিল কবির, শ্বশুর আজমত হোসেন, শাশুড়ি আসমা খাতুন এবং চাচি শাশুড়ি শিল্পী বেগমকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।