Type to search

সারাদেশ

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় ঈদ উদযাপন

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াত ইসলামীর নায়বে আমীর শেখ নুরুল হুদাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
ঈদগাহে মুসল্লিদের ঢল নামে, শিশুরাও বাবার সঙ্গে আসে। নামাজের আগে ইমাম সাহেব বলেন, রোযাদারদের জন্য ঈদ মহান আল্লাহ তায়ালা বিশেষ উপহার, তিনি তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, ঈদ শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতের উৎসব। ঈদ আনন্দ সবার সাথে ভাগ করে নিতে হবে। পুলিশ সুপার বলেন, সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্ক।
ঈদের প্রথম জামাতের পর সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয় জামাত হয়। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Translate »