Type to search

সারাদেশ

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

র‌্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলিভর্তি বিদেশি রিভলভার, চাপাতিসহ দেশীয় অস্ত্র। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ৪জনের পরিচয় জানা যায়নি।

এবিসিবি/এমআই

Translate »