Type to search

সারাদেশ

মানিকগন্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

 

 

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জনের মৃত্যু হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় ৬ জন দৌলতপুর থকে মানিকগঞ্জে যাচ্ছিলেন। বিকেল পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুশি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ওই ৬ জন নিহত হন। মৃত্যুদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Translate »