Type to search

সারাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা: ৮ পণ্যবাহী গাড়ি উদ্ধার

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জে পাটুরিয়া ৫নং ঘাটে উল্টে যাওয়া ফেরি থেকে চারটি ট্রাক ও তিনটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উদ্ধার অভিযান শুরু হয়। সকাল থেকে এখন পর্যন্ত মোট আটটি পণ্যবাহী গাড়ি উদ্ধার হলেও বাকি আছে আরও ৬টি ট্রাক।

উপজেলা নির্বাহী অফিসার জেয়াসমীন সুলতানা বলেন, উদ্ধারকারী ক্রেন প্রত্যয় আসতে দেরি হওয়ায় উদ্ধার অভিযান শুরু করে ক্রেন হামজা। সকাল থেকে এখন পর্যন্ত ক্রেন হামজা চারটি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে। এ নিয়ে মোট আটটি পণ্যবাহী গাড়ি উদ্ধার হয়েছে। বাকি ৬ টি ট্রাকের মধ্যে পাঁচটির অবস্থান চিহ্নিত করা গেলেও এখনো ১টি ট্রাকের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলছে।

ফেরির মাস্টার শরিফুল ইসলাম বলেন, ফেরিটি ৮০ দশকের তৈরি। গত চার মাস আগে ফেরিটি নারায়নগঞ্জ থেকে মেরামত শেষে পাটুরিয়ায় আসে। তবে সম্প্রতি তলদেশে একটি ফাটল তৈরি হয়। ঘটনার দিন সকালে রওনা দেওয়ার কিছু সময় পর তলদেশে দিয়ে পানি উঠতে শুরু হয়। তিনি তা টের পেলেও তার করার কিছু ছিল না। তাই তিনি ফেরির ইঞ্জিনের গতি বাড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে ফেরিটি পাটুরিয়ার ৫নং ফেরি ঘাটে পৌঁছালে পাল্টুনের সাথে দড়ি না বেধেই ফেরির ডালা নামিয়ে দেওয়া হয়। এ সময় ফেরি থেকে কয়েকটি গাড়ি নামতেই ফেরিটি এক পাশে কাত হয়ে যায়।

ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন-৪ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের পৃথক কমিটি গঠন করেছে। ৭ কার্যদিবসের মধ্যে নৌ-পরিবহন সচিবের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

এবিসিবি/এমআই

Translate »