মাগুরায় বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু, আহত ৪০
জেলা প্রতিনিধিঃ মাগুরায় বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মাগুরার শালিখা থানার (ওসি) মাহবুব হোসেন বলেন, যশোর থেকে যাত্রী নিয়ে বাসটি মাগুরায় আসছিল। পথে রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় পাশের খাদে। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও কমপক্ষের ৪০ জন আহত হন।
তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে মাগুরা সদর হাসপাতালে।