Type to search

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় মৃত্যু বেড়ে ৬

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় ৬ জন যাত্রী নিহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস সদস্য ও প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, চেলেরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস মেরামতের সময় অন্য একটি বাস ওভার টেকিংয়ের সময় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়।

নিহতরা হলেন জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল বাজারের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন মিয়া (৩২), জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখালী এলাকার আলতাফ হোসেন (৬০), সোহেল মিয়া ও অজ্ঞাত এক নারী।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »