Type to search

সারাদেশ

ভাসানচর থেকে পালানোকালে রোহিঙ্গা দালালসহ আটক ১১

জেলা প্রতিনিধিঃ ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোকালে ৫ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। পুলিশ সুপারের দেওয়া তথ্য মতে রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় ধাপে আসা বসবাসকারী আটককৃত রোহিঙ্গা দালালরা হলো জাহিদ হাসান (৩০) পিতা ওমর হাকিম, ক্লাস্টার- ২৮ রুম নং- ডি/০৪, সেলিম (১৯) পিতা দ্বীন মোহাম্মদ ক্লাস্টার- ২৪ রুম নং- সি/০৫, মোহাম্মদ তৈয়ব (২৮) পিতা আলী আহমদ ক্লাস্টার- ২৪ রুম নং- সি/১৫-১৬, ইসমাইল (২২) পিতা আজিমুল্লাহ, ক্লাস্টার- ২৪ রুম নং- সি/০৪ এবং প্রথম ধাপের শফি আলম (৩০) পিতা- আবু তালেব, ক্লাস্টার- ০৮ রুম নং- কে/১০ এফসিএন।

পলানোর চেষ্টাকারী রোহিঙ্গারা হলো, ৬ষ্ঠ ধাপের সিদ্দিক (৬২) পিতা- আব্দুর রহমান, তার স্ত্রী সমুদা খাতুন (২০) পিতা মোহাম্মদ হোছন ও ছেলে- সফিউদ্দিন (০২মাস) ক্লাস্টার- ৭৫ রুম নং – এল/১২ । আজিমুল্লাহ (১৮) পিতা মো: ইউনুস, তার স্ত্রী আল মারজান (১৭) পিতা ইদ্রিস ও তার ছেলে ওমর ফারুক (০২ মাস) ক্লাস্টার- ২৫, রুম নং কে/০৪।

Translate »