Type to search

সারাদেশ

ভারতে বাংলাদেশের ৩ ফিশিংবোটসহ গ্রেপ্তার ৮৮ জেলে হাজতে

ভারতের কোস্টগার্ডের হাতে বাংলাদেশের তিনটি ফিশিংবোটসহ ৮৮ জন জেলে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ঐ জেলেদের বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ মহকুমা আদালতে চালান দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার দুপুরে ভারতীয় কোস্টগার্ড বঙ্গোপসাগর থেকে ফিশিংবোটসহ জেলেদের সে দেশের ফ্রেজারগঞ্জে কোস্টগার্ডের ঘাঁটিতে নিয়ে যায়।

কলকাতার দৈনিক বিশ্ব সমাচার পত্রিকার দক্ষিণ ২৪ পরগণার সাংবাদিক অমিত মণ্ডল বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে জানান, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা থেকে এফবি সোনার মদিনা, এফবি আল রাফি ও এফবি শাহ আমানত নামে বাংলাদেশের ৩টি ফিশিংবোট জব্দ করে। ৩টি বোটে ৫ জন শিশুসহ ৮৮জন জেলে রয়েছেন। ফিশিংবোট ও জেলেদের বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে সে দেশের কোস্টগার্ডের ফ্রেজারগঞ্জের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

এ সময় সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির কমান্ডিং অফিসার এনপি সিং ও ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানার ওসি শুভেন্দু দাসসহ অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আটক জেলেদের বুধবার রাতে ফ্রেজারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এবিসিবি/এমআই

Translate »