ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় ৭ মামলা, আটক ৫০

জেলা প্রতিনিধিঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় সফর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে মাদরাসাছাত্রদের তান্ডবের ঘটনায় এ পর্যন্ত সাতটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আহসান হাবীব।
আনসার ও ভিডিপি অফিসে হামলার ঘটনায় আনসার ও ভিডিপির এক কর্মকর্তা অজ্ঞাত ৫০০ জনকে আসামী করে ১টি মামলা দায়ের করেছে।
এদিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর টোল প্লাজা ও টোল প্লাজার পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আশুগঞ্জ থানায় দুইটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম হামলা ও ভাংচুরের ঘটনায় পাঁচটি মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।
এর আগে হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত গত শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়। সাড়ে ৬ হাজারকে আসামী করে তিনটি মামলা দায়ের করা হয়েছে।