Type to search

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার ট্রলারডুবি: এক পরিবার ৪ সদস্য নিহত, এলাকায় শোকের মাতম

জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলার ডুবির ঘটনায় শোকের ছায়া পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে। একদিনে এত লোক মৃত্যুর ঘটনা এই উপজেলায় ঘটেনি এর আগে। এদিকে উপজেলার গেরারগাঁও গ্রামের একই পরিবারের মা, মেয়ে, নানী, চাচীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় মানুষজন শোকে বিহ্বল হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পানিতে ডুবে গেরারগাঁও এলাকার কমলা বেগম (৬৫), তার মেয়ে ফরিদা বেগম (৪৫), নাতিন মুন্নি (১০) ও ঝারিনা বেগম (৬০) নিহত হন।

শনিবার দুপুর ১২টার দিকে চম্পকনগর ঈ্ঁদগাহ মাঠে একসাথে চারজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় নিহতের পরিবারের লোকজন বিলাপ করে কাঁদতে থাকে- তখন হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়।

এলাকার একাধিক বৃদ্ধ লোক জানান, স্বাধীনতার পর এই এলাকায় একসাথে চার জনের মৃত্যুর ঘটনা ঘটেনি এবং এত লোকের জানাজাও এক সঙ্গে অনুষ্ঠিত হয়নি। তাদের জানাজায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ বিভিন্ন স্থানের শত শত লোক অংশ নেন।

Translate »