বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

জেলা প্রতিনিধিঃ টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের দ্বিতীয় পর্বের ৩ দিনের বিশ্ব ইজতেমা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ পর্বে দিল্লির সা’দ অনুসারী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
আজ শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হলেও কার্যত গতকাল বৃহস্পতিবার বাদ আসর থেকেই পাকিস্তানের মাওলানা উসমানের আম বয়ানের মাধ্যমে ইজতেমা অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। এ পর্বের ইজতেমায়ও আগত মুসল্লিদের উদ্দেশে ইমান আমলের ওপর তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় দেশি-বিদেশি বুজুর্গ আলেমগণ গুরুত্বপূর্ণ বয়ান করছেন।
শুরুর দিন শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
আগামী রবিবার আখেরি মোনাজাত-পূর্ব পর্যন্ত তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় বুজুর্গ মুরুব্বিরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
এবিসিবি/এমআই