বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু, মারা গেছে ৮ টি গরুও

জেলা প্রতিনিধিঃ রংপুর- কুড়িগ্রাম সড়কের বুড়াইল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। এ সময় পিকআপ ভ্যানে বহন করা ৬টি গরুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার বুড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত্যু ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক দিনাজপুর থেকে আসা একটি গরু বোঝাই পিকআপ বুড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ দুমড়েমুচড়ে যায় আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পিকআপ চালকসহ ৬টি গরুর মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত ৪ বাস যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, পুলিশের র্যাকার ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় বাস ও পিকআপটি উদ্ধার করা হয়েছে।
এবিসিবি/এমআই