Type to search

অপরাধ সারাদেশ

বাগেরহাটে প্রশ্ন ফাঁস করায় ২১ শিক্ষক বহিষ্কার, আটক ১

জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে চলমান দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলামিন খান নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সহকারী কেন্দ্র সচিবসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার ৯ম দিন রোববার (৩ মার্চ) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষা শুরুর পরপরই পেলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়ে। কেন্দ্রটিতে ৪৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় আলামিন খান নামে বহিরাগত এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকায় সহকারী কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সোবাহানসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এবিসিবি/এমআই

Translate »