Type to search

সারাদেশ

বরিশালে বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা, আটক স্ত্রী

জেলা প্রতিনিধিঃ বরিশালে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যার শিকার ইকবাল কবির (৬০) নগরীর পলাশপুরের বউবাজার এলাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।

তিনি একসময় লঞ্চের সুকানী ছিলেন। অর্ধ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তিনি বউবাজার এলাকার অটোরিকশা চার্জ ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। ইকবাল ২ কন্যাসন্তানের জনক।

সোমবার (২৮ নভেম্বর) গভীর রাতে নগরীর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ইকবালকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মাদারীপুর এলাকায় পৌঁছলে মৃত্যু হয় তার।

ঘটনার পর পুলিশ স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) আটক করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বঁটি।

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয় নিয়ে রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন স্বামী ইকবাল করিব।

এ সময় পেছন থেকে ইকবালকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপায় স্ত্রী। ইকবালের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঢাকা পাঠিয়ে দেন। ঢাকা নেওয়ার পথে মারা যান ইকবাল। পরে বরিশাল মেডিকেলের মর্গে এনে রাখা হয়েছে তার মরদেহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছে জমি ও ভবন তার নামে লিখে না দেওয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে তিনি কুপিয়েছেন। এ ঘটনায় মৃত্যু ইকবালের ভাতিজা সোহাগ বাদী হয়ে মামলা করবে।

এবিসিবি/এমআই

Translate »