Type to search

সারাদেশ

বরিশালে ক্ষমতার অপব্যবহার করায় ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জেলা প্রতিনিধিঃ বরিশালে ক্ষমতার অপব্যবহার করায় কোতোয়ালি থানা পুলিশের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত ২ পুলিশ কর্মকর্তা হলেন- এএসআই শরীফুল ইসলাম শরিফ এবং এসআই বশির আহম্মেদ। ওই ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন; যা বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

সাময়িক বরখাস্ত এসআই বশির আহম্মেদ ও এএসআই শরিফুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।

Translate »